ছবি: গ্লোবাল টিভি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে থাকা আখলাক হোসেন শোভন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শোভন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ছিলেন।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। নিহত যুবক থাকতেন মিরপুর এলাকায়। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে শোভনসহ আরেকজন বাইকে ছিলেন। শোভন ছিলেন পেছনে। ঘটনার পরই ট্রাক জব্দসহ চালককে আটক করা হয়েছে।
এএইচ