ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

বিএনপি বিশৃঙ্খলা করলে অতীতের মতো প্রতিহত করা হবে: তথ্যমন্ত্রী

বিএনপি বিশৃঙ্খলা করলে অতীতের মতো প্রতিহত করা হবে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে আসুক। কিন্তু সেটি না করে বিশৃঙ্খলা করলে অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আমরা খেলেই জিততে চাই।’

শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। কাল রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএমে ভোট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা সব কয়টি আসনে ইভিএমে ভোট চেয়েছিলাম। নির্বাচন কমিশন থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য প্রায় এক মিলিয়ন ডলার খরচের চাহিদা দিয়েছিল। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এতো টাকা খরচ করা ঠিক হবে না। তাই যে কয়টি আসনে ইভিএমে ভোট করা যায়, আমরা সে কয়টি আসনেই ইভিএমে ভোট করতে চাই।’

হাছান মাহমুদ বলেন, ‘একমাত্র পাকিস্তানে তত্ত্বাবধায়ক সকারের অধীনে ভোট হয়। বিএনপি তো পাকিস্তানকে অনুকরণ করে, তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। কিন্তু দেশে সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না।’

এএইচ