ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: বিএনপি-জামাত শুধু মঞ্চে কথা বলা আর সমালোচনায় ব্যস্ত থাকে, দু:সময়ে মানুষ তাদের কাছে পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার (কম্বল) ইউপি সদস্যদের মাঝে হস্তান্তরকালে এসব কথা বলেন হুইপ ।
তিনি বলেন, মানুষের সুখে-দুখে সব সময় পাশে আছেন শেখ হাসিনার সরকার। এ সরকারের আমলে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছে বলেই সহযোগিতা দেয়ার লোক খুঁজে পাওয়া যায় না ।
শনিবার সকালে (২৮ জানুয়ারি) সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজ দান মার্শাল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী প্রমুখ । সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দীন।
এএইচ