ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

দুবাইয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশীর

দুবাইয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশীর

ছবি: সংগৃহীত

সাইফুল আজম, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুই প্রবাসী বাংলাদেশি ২৩ জানুয়ারি সোমবার রাতে আল আইন-দুবাই রোডে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তাদের অপর তিন সফরসঙ্গী আহত হয়ে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দুর্ঘটনায় নিহত দুইজন হলেন চট্টগ্রামের আসকার দিঘির দক্ষিণ পাড়ের মৃত মধুসূদন দে'র পুত্র প্রদীপ কুমার দে (৫১) ও চট্টগ্রাম জেলার পটিয়ার শান্তিরহাট থানামহিরা কানারপুল গ্রামের মোহাম্মদ সাঈদ খানের পুত্র মোহাম্মদ জসীম উদ্দীন (৩৭)। আহতরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান ও দিদারুল আলম।

জানা যায়, ২৩ জানুয়ারি রাতে নিহত প্রদীপ ও জসীম তাদের অপর তিন সফরসঙ্গী নিয়ে আল আইন থেকে দুবাই যাওয়ার পথে আল আইন দুবাই রোডের দুবাইয়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারালে গাড়ির পেছনের আসনে বসা দুজন রাস্তায় ছিটকে মোহাম্মদ জসীম উদ্দীন প্রদীপ কুমার দে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

নিহতদের লাশ দুবাইয়ের আল রাশিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। হতাহতরা আল আইনের সানাইয়ায় বাংলাদেশি মালিকানাধীন গ্যারেজে কাজ করতেন বলে জানা যায়।

এএইচ