ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

ভোলায় গ্যাস সংযোগ ও শিল্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

ভোলায় গ্যাস সংযোগ ও শিল্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

ছবি: গ্লোবাল টিভি

মোঃ অনিক আহাম্মদ: ভোলা: ভোলার ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভোলা ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে শহরের কে জাহান মার্কেট থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময়  ভোলা ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ভোলার সর্বস্থরের মানুষ অংশ নেয়।  

এ সময় বক্তারা ১১ দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলো হুঁশিয়ারি দেন।

এএইচ