ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

ফাইল ছবি

আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তান অধিনায়ক। 

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার ২০২২ হিসেবে ঘোষণা করে। গত বছর বাবরের ব্যাট থেকে মাত্র ৯ ওয়ানডেতে এসেছে ৬৭৯ রান। সেঞ্চুরি করেছেন ৩টি, হাফ সেঞ্চুরি ৫টি। গড় রান ৮৪.৮৭।  ২০২১ সালেও দুর্দান্ত খেলে বাবর বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বাবর।

এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। সেখানে বাবর আজমই অধিনায়ক ছিলেন। জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির। 

বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

সূত্র: আইসিসি ওয়েবসাইট।

এএইচ