ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

জামালপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ছবি: গ্লোবাল টিভি

ফিরোজ শাহ, জামালপুর : ২৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবীতে জামালপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। 

বুধবার শহরের শফিমিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে রাস্তা অবরোধ করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

অন্যান্যের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান দুলাল, আহসানুজ্জামান খান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, ইসমালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, ইসলামপুর পৌর বিএনপির আহবায়ক রেজাউল করিম ডালি, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।

এএইচ