ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): সাড়ে তিন বছরের ছোট্ট শিশু আবু সাঈদ আদিল পরিবারে ছিল সবার আদরের মধ্যমনি। এই অবুঝ শিশুটি
ফুটন্ত তেলে ঝলসে যাওয়া শরীর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল।
কিন্তু চিকিৎসকের আপ্রাণ প্রচেষ্টার পরও বাঁচানো গেল না শিশুটিকে। টানা ছয়দিন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চিরদিনের মতো হারিয়ে গেছে মা-বাবার বুকের মানিক। শিশুটি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের পুত্র।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী।
তার এমন চলে যাওয়া শোকাবহ পরিবেশের সৃষ্টি করেছে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদ আর স্বজনদের বিলাপে পুরো এলাকা জুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টায় দিকে শিশু আদিলের মা আফসানা নুর ঘরের নাস্তা তৈরি করছিলেন। এ সময় শিশু আদিল দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইয়ে পড়ে তার সমস্ত শরীর ঝলসে যায়। সেখান থেকে শিশু আদিলকে পরিবারের সদস্যরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এএইচ