ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছবিতে হুমকিদাতা পলাশ

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এনামুল কবির মুন্নাকে (২৯) প্রাণনাশের হুমকি দিয়েছেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার এরুয়াখাই গ্রামের আব্দুল খালেকের ছেলে আলীম উদ্দিন ওরফে পলাশ (৩৫)। এ ঘটনায় তিনি বুধবার রাতে (২৫ জানুয়ারি) দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

এনামুল কবির মুন্না উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক দোয়ারাবাজার প্রতিনিধি হিসেবে হিসেবে কাজ করছেন।

এনামুল কবির মুন্না বলেন, সংবাদ সংগ্রহের কাজে দুপুর ১টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখে ফেইসবুক লাইভ করি। এই কারণে দুপুর ১টা ৪৫ মিনিটে  ০১৭২২...২২৩ মোবাইল নম্বর থেকে ফোন করা হয়। এ সময় আলীম উদ্দিন ওরফে পলাশ কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি দেন।

সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় এনামুল কবির মুন্না নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এএইচ