ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

চুয়েটে শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন

চুয়েটে শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন

ছবি: গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে স্থাপিত আবাসিক ছাত্রাবাস শেখ রাসেল হলে দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন করা হয়েছে। প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ম্যুরালটি শেখ রাসেল হলের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে। 

রবিবার ম্যুরালের শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রায় ৫৫০ জনের আবাসনের সুবিধা সম্বলিত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর শেখ রাসেল হল যাত্রা শুরু করে।

এএইচ