ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

রমজানে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

রমজানে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ছবি: গ্লোবাল টিভি

রংপুর ব্যুরোঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমুল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

রবিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমুল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।

অনুষ্ঠানে চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মঞ্জু আহমেদ আজাদ, জাভেদ হাসান। 

মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে।

এএইচ