ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

আজ আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী

 আজ আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী

ফাইল ছবি

বাংলা গানের জনপ্রিয় সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের এই দিনে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় মারা যান সুরের জাদুকর বুলবুল।  

গুণী গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল বহু কালজয়ী গানের স্রষ্টা এ শিল্পী প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। 

আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্ম ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি। সত্তরের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতাঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। 

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- সব ক’টা জানালা খুলে দাও না, ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, একতারা লাগে না আমার দোতারাও লাগে না, আমার সারাদেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার বাবার মুখে প্রথম যেদিন, আমি তোমারি প্রেমও ভিখারি, ও আমার মন কান্দে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, আম্মাজান আম্মাজান, যে প্রেম স্বর্গ থেকে এসে, এই বুকে বইছে যমুনা ইত্যাদি।

এএইচ