ছবি: সংগৃহীত
আদিল খান ডুরানির সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। স্বামীর জন্য নিজের নাম পর্যন্ত বদলে ফেলেছেন রাখি। বিয়ের পরের রাতেই নাম বদলে ফাতিমা করে নিয়েছেন তিনি। এবার মুম্বাইয়ের রাস্তায় বোরকা পরে ফ্রেমবন্দি হলেন রাখি। স্বামী আদিল খান ডুরানির সঙ্গেই দেখা গেল তাকে।
গুরুতর অসুস্থ রাখির মা। ভর্তি রয়েছেন হাসপাতালে। ব্রেন টিউমার, সঙ্গে হয়েছে ক্যানসারও। অসুস্থ মাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন রাখি ও আদিল। সেখানেই বোরকা পরে হাসপাতালে ঢুকতে দেখা গেল তাকে।
বিয়ে, অন্যদিকে মায়ের অসুস্থতা—সব মিলিয়ে এক অন্য রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, এক বছর প্রেমের পর চার হাত এক হয় আদিল-রাখি জুটির। বুধবার মালাবদল করেন এই তারকাজুটি। বিয়ের আসরের সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তাতে দেখা গেল, বিয়ের প্রশংসাপত্রে সই রয়েছে গত বছরের। যদিও বারবারই একে অপরকে ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন রাখি ও আদিল।
এএইচ