ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

ইউক্রেনে বিমান বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ইউক্রেনে বিমান বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। আহত হয়েছে আরো ২৯ জন। ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

দেশটির কর্মকর্তাদের তথ্য দিয়ে বিবিসি জানায়, নিহত মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে হেলিকপ্টারে আরো আটজন ছিল। হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে বিধ্বস্ত হলে তার প্রথম উপমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন এবং রাজ্য সচিব ইউরি লুবকোভিচও মারা যান।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার অন্তর্গত বলে ফেসবুকে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো।

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশু ও কর্মীদের ভবন থেকে সরিয়ে নেয়া হয়। একটি জ্বলন্ত ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে।

দুর্ঘটনার সময় জায়গাটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। হেলিকপ্টারটি কিন্ডারগার্টেনে আঘাত করার পর একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হয়।

এএইচ