ছবি: গ্লোবাল টিভি
হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: বরগুনায় পালিত হলো বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বরগুনা জেলা প্রতিনিধি মো: জহিরুল ইসলামের আয়োজনে পৌর প্যানেল মেয়র রইসুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, বরগুনা পৌরসভার সচিব আবুল কালাম আজাদ ও বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, বরগুনা প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিমাদ্রি শেখর কেশব ও সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা খান সালামতউল্লাহ মতি।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সবশেষে এশিয়ান টিভির এগারো বছরে পদার্পণ উপলক্ষ্যে ৫০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দীপ্ত টিভির বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী।
এএইচ