ছবি: গ্লোবাল টিভি
রাব্বি আহমেদ, মেহেরপুরঃ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতারউদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার বর্ণাড উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এএইচ