ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

আবহাওয়া

আবহাওয়া

ছবি: গ্লোবাল টিভি

আজ বুধবার অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। 

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ২৩.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.১ ডিগ্রি সে.। রাজশাহী ২১.৫ ডিগ্রি সে.। রংপুর ১৯.৮ ডিগ্রি সে.। খুলনা ২৩.৫ ডিগ্রি সে.। বরিশাল ২৫.০ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২২.০ ডিগ্রি সে.। সিলেট ২৩.৬ ডিগ্রি সে.।

সর্বনিম্ন : ঢাকা ১৪.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ১৫.৪ ডিগ্রি সে.। রাজশাহী ০৮.৬ ডিগ্রি সে.। রংপুর ০৮.৩ ডিগ্রি সে.। খুলনা ১৩.২ ডিগ্রি সে.। বরিশাল ১২.০ ডিগ্রি সে.। ময়মনসিংহ ১০.৭ ডিগ্রি সে.। সিলেট ১৩.৭ ডিগ্রি সে.।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর।

এএইচ