ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

২৫ জানুয়ারি দেশের মহানগর ও জেলায় সমাবেশ বিএনপির

২৫ জানুয়ারি দেশের মহানগর ও জেলায় সমাবেশ বিএনপির

ফাইল ছবি

যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫  জানুয়ারি দেশের সকল মহানগর ও জেলায়  সমাবেশ করবে দলটি। আজ রাজধানীত মিছিল পূর্ব সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংক্ষিপ্ত সমাবেশে শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরেরপুল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। ঢাকা ছাড়াও অন্য ৯টি মহানগর ও উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়। ১০ দফা দাবিতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, এটি তার তৃতীয় কর্মসূচি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কয়েক দিন আগে সরকার কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে, বিদ্যুতের যে একটি কমিশন আছে তাদের কোনো মতামত না নিয়ে, গণশুনানি না করে সরকার প্রশাসনিক হুকুমের মাধ্যমে বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি করেছে এবং বলেছে, মাসে মাসে নাকি দাম সমন্বয় করা হবে। অর্থাৎ ভবিষ্যতে বিদ্যুতের দাম তারা বাড়াবে। কেন এ দাম বাড়ছে? কারণ সরকার ক্ষমতায় এসে কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট করেছে। আবার পার্লামেন্ট থেকে ইনডেমনিটিও পাস করেছে।

এএইচ