ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ছবি: গ্লোবাল টিভি

মিজানুর রহমান, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার চার বছর পর সংবাদকর্মীদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে প্রিসাইডিং অফিসারের দাযিত্ব পালন করেন এলজিইডির স্যোসাল অর্গানাইজার সিরাজুল ইসলাম। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সংগঠনে মোট ভোটার সংখ্যা ৫১, ভোট কাস্ট হয় ৫০টি। এতে সভাপতি পদে দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম ছিলেন দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি কেএম শহীদুল। সাধারণ সম্পাদক পদে মাই টিভি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন দি ফাইনাান্সয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন। 

সহ সভাপতি পদে  মো. আব্দুল মোতালিব ভূইয়া, মাহবুবুর রহমান সজীব নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে  মো. বদরুজ্জামান বদরুল, সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন, কোষাধ্যক্ষ পদে মইনুল হোসেন ও প্রচার সম্পাদক পদে  হাকীম আপ্তাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শফিউল আলম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তুষার আহমদ টিপু এবং নির্বাহী সদস্য পদে আমিনুর রহমান জিল্লু নিবাচিত হয়েছেন। 

এএইচ
গ্লোবাল টিভি বিডি