ফাইল ছবি
দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ কমেছে। এ ছাড়া শীতের স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করেছে দেশের অন্যান্য অঞ্চলে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কিশোরগঞ্জ, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ ছিল। আজ শৈত্যপ্রবাহ বেশ কিছু জেলায় বিস্তার লাভ করতে পারে। দেশের বেশির ভাগ অঞ্চলেই দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে শৈত্যপ্রবাহ গত দুই দিন ধরে কমতে থাকলেও চলতি সপ্তাহে তা বাড়তে পারে।
গত সপ্তাহজুড়েই উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি শৈত্যপ্রবাহ দেখা গেছে। সবচেয়ে কম তাপমাত্রা দেখা গেছে পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলায়।
এএইচ