ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল লুট

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল লুট

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা এক প্রবাসীর কাছ থেকে নগদ পাঁচ হাজার ১২০ মার্কিন ডলার এবং মোবাইলসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়া হয়েছে। ঢাকায় বিমানবন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি রবিবার (১৫ জানুয়ারি) মধ্যরাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় পৌঁছুলে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযো্গ সূত্রে জানা যায়, ওই প্রবাসী সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আরিফ হোসাইন। তিনি কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজিস্থে নিজ বাসার উদ্দেশে রওনা দেন। গাড়িটি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে থামানোর চেষ্টা করা হয়। পরে খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে অন্য একটি মাইক্রোবাস দিয়ে গাড়িটির গতিরোধ করা হয়। গাড়িটি থামানোর পর আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। সেখানে তার পাসপোর্ট, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। 


এ ছাড়াও আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ সময় তার বাড়ির কেয়ারটেকার মিজানুর রহমানকে মারধর করে তারা। 

এ ঘটনায় ডিবি পুলিশের জ্যাকেট পরা সাত / আটজন লোক আরিফের কাছ থেকে নগদ পাঁচ হাজার ১২০ মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড, পাসপোর্ট, আইফোন ১৪ প্রো ম্যাক্স, ব্যাংকের কার্ডসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এএইচ