ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

জামালপুরে সাংবাদিক আমানুল্লাহ কবীর স্মরণসভা

জামালপুরে সাংবাদিক আমানুল্লাহ কবীর স্মরণসভা

ছবি: গ্লোবাল টিভি

ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাংবাদিক আমানুল্লাহ কবিরের চর্তুথ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি (শনিবার) বেলা ১২টা দিকে মেলান্দহ রিপোর্টাস ইউনিটিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন সরকার। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাতেল কবীর। বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, আইনজীবী ইউসুফ আলী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুল্লাহ, মেলান্দহ মাধ্যমিক শিক্ষক কল্যান ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমান, আলমগীর আহম্মেদ শাহজাহান, জিল্লুর রহমান রতন, মুস্তাসিম বিল্লাহ, ফিরোজ শাহ, সাকিব আল হাসান নাহিদ, রাকিব হাসান নয়ন প্রমুখ।

দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

এএইচ