ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ৮ চৈত্র ১৪২৯ | ১ রমজান ১৪৪৪

রিফাতের পরিচালনায় থ্রিলার সিনেমায় আফজাল

রিফাতের পরিচালনায় থ্রিলার সিনেমায় আফজাল

ছবি: গ্লোবাল টিভি

বিনোদন প্রতিবেদক: আড়াল ভেঙে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন দেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। থ্রিলার সিনেমাটির হাত ধরেই হচ্ছে তাঁর প্রত্যাবর্তন। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। ইতোমধ্যেই ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশকাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পও বলে। নির্মাতা জানান, ‘হুমায়ুন কবির বিশ্বাসের গল্প। মোজাফফর হোসেনের সংলাপ।

আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। ’ এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন কামরুল ইসলাম রিফাত।

এএইচ