ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

এক কনের বিয়েতে বর এলো ৭০ জন!

এক কনের বিয়েতে বর এলো ৭০ জন!

ছবি: গ্লোবাল টিভি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বিয়ে একজন কনের। তবে বর সেজে কনের বাড়িতে হাজির হলো ৭০ জন। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী এবার মুন্সিগঞ্জবাসী। 

শুক্রবার মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁও এলাকায় ঘটে এমন ঘটনা। জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সাথে বিয়ে হয় স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির। তাদের বিয়েকে স্মরণীয় করতে এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা। 

বর রাজনের বন্ধু মানুন বলেন, সবাই মিলে পরিকল্পনা করেছিলাম বিয়েটি যেন চমকপ্রদ কিছু করতে পারি সেই লক্ষ্য ছিল। সেটা আমরা করতে পেরেছি। বিয়েতে তারপর গেইট আটকে ধরলেও কে আসল বর তা কেউ খোঁজে করতে পারেনি । এটা ছিল সবচেয়ে মজার । 

বর তারেক আজিজ বলেন,  বন্ধুরা আনন্দ করবে তাই সবাই মিলে তারা এই পরিকল্পনা করেছে। শেষে বউ আমি নেবো। তবে বিয়ের অনুষ্ঠানে সবাই আনন্দ করবে।  তাই ৭০জন একই রকম শেরওয়ানি পাগড়ি পরেএসেছে। 

অতিথি এক নারী বএলন, জীবনে অনেক বিয়ে খেয়েছি।  অনেক মানুষ বিভিন্ন ভাবে সেজে এসেছে। তবে এমন বিয়ে প্রথম দেখলাম। 

কনে পক্ষের আরেকজন বলেন, বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল। খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। একটি নতুন অভিজ্ঞতা লাভ করলাম। এমন আয়োজন হয়তো এর আগে কোথাও হয়নি । 

এএইচ