ছবি: গ্লোবাল টিভি
মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): ইউটিউব দেখে পলিথিন থেকে ডিজেল, পেট্রল ও গ্যাস তৈরি করছেন যশোরের শার্শা উপজেলার শেখ আবু
তাহের আলী নামে এক কৃষক। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও মেধাকে কাজে লাগিয়ে তিনি একাজে সফল হয়েছেন। তার এমন উদ্যোগকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা। প্রতিদিন তার তেল ও গ্যাসের উৎপাদন কেন্দ্রে ভিড় করছেন অনেকেই।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, মাটির গুণাগুণ নষ্ট ও পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন এবং প্লাস্টিককে কাজে লাগিয়ে ডিজেল, পেট্রোল ও গ্যাস তৈরি করছেন যশোরের শার্শা উপজেলার বড় বসন্তপুর শেখপাড়া গ্রামের শেখ আবু তাহের আলী। বসতবাড়ির সামনেই পরিত্যক্তস্থানে একটি লোহার ড্রামের সঙ্গে কয়েক স্তরে পাইপের মাধ্যমে তিনটি সিলিন্ডারে সংযোগ দেওয়া হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে তিনটি হিট মিটার।
এরপর ড্রাম ভর্তি পলিথিন দিয়ে ড্রামের মুখ বন্ধ করে নিচে আগুন জ্বালিয়ে তা গলানো হচ্ছে। ৪০-৫০ মিনিট ধরে উচ্চ তাপ প্রয়োগের পর দেখা যায়, পলিথিন তরলে রূপ নিয়ে পাইপের মাধ্যমে বাষ্পীভূত হয়ে স্তর আকারে সিলিন্ডারে জমছে ডিজেল-পেট্রোল।
পাইপের মাধ্যমে আসছে গ্যাস যা আবার ঐ পলিথিন পোড়ানোর কাজে ব্যবহৃত করা হচ্ছে । প্রতিটি সিলিন্ডারের নিচের অংশে যুক্ত করা আছে পাত্র যাতে তেল ভর্তি হয়ে গেলে প্রয়োজনে সেখান দিয়েও বোতলে তেল সংরক্ষণ করা যায়। এই জ্বালানি তেল দিয়ে গ্রামবাসী পরীক্ষা ও দেখার জন্য চালিয়েছেন মোটরসাইকেল, জমিতে পানি সেচের মেশিনে এই ডিজেল সফল ভাবে ব্যবহার করা হয়েছে।
শেখ আবু তাহের আলীর তেল উৎপাদন কেন্দ্রটি মাত্র ২৫ হাজার টাকা দিয়ে সরঞ্জাম ও পলিথিন জোগাড় করে গত ১ সপ্তাহ ধরে তেল ও গ্যাস উৎপাদন করছেন। আর এ কাজে সফলও হয়েছেন বলে তিনি জানান।
তেল ও গ্যাস উৎপাদনকারী শেখ আবু তাহের আলী বলেন, ইউটিউবে এই পদ্ধতিটা দেখে আমার মনে হয়েছিলো পরিবেশের পাশাপাশি মাটির গুণ শক্তি বৃদ্ধি করতে হলে আমিও একটি তেল গ্যাস উৎপাদন কেন্দ্র তৈরি করতে পারি। সেই সাথে অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হওয়া সম্ভব।
বড় বসন্তপুর গ্রামের ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন, এ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব। পাশাপাশি সরকারী ভাবে সহযোগিতা পেলে আরও অনেক জ্বালানি তেল উৎপাদন করাও সম্ভব হবে।
একদিকে পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে পরিবেশকে হুমকির মুখ থেকে রক্ষা করবে অন্যদিকে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন করে ভালো আয় করা যাবে। এ ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এবং বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব হবে বলে মনে করেন সচেতন মহল।
এএইচ