ছবি: গ্লোবাল টিভি
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্যের বাংলাদেশে আগমন উপলক্ষে এক প্রীতি অনুষ্ঠনেরর আয়োজন করা হয় রাজধানীর রামপুরয়। কবি ও কথাসহিত্যিক রহমান হাবিবের উদ্যোগে সম্প্রতি এই অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক রানা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি নূর আল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কবি আতিক হেলাল।
কবি রবিউল মাশরাফীল সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক রুহুল আমিন বাচ্চু, কবি জেসমিন দীপা, সাংবাদিক ও কথাসাহিত্যিক জীবন ইসলাম।
অনুষ্ঠানে স্বরচিতি লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি আবুল কালাম আজাদ, মকবুল হোসেন বকুল, মিলি হক, রাবেয়া সুলতানা, শামীমা নাসরীন, ড. মোস্তফা দুলাল, শাহজাহান মোহাম্মদ, এমএ হালিম খান, সরদার আব্বাস উদ্দিন, পারভীন সুলতানা, আফরোজা মুন্নী, আজাদী আবাবিল সায়মা
প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন রোদেলা ও আতিক হেলাল।
অনুষ্ঠানে ‘সাহিত্যবন্ধন’-এর পক্ষ থেকে কবি ও কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্যকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। অন্য অতিথিরা তার হাতে বই ও উপহার সামগ্রী তুলে দেন।
এএইচ