ফাইল ছবি
আইফোন ১৪ সিরিজ বাদে অন্য সব আইফোন মডেলের ব্যাটারি পরিবর্তনের খরচ বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলে অতিরিক্ত ২০ ডলার খরচ করতে হবে ব্যবহারকারীদের।
তবে যারা অ্যাপলকেয়ার প্লাস সেবার গ্রাহক, তাদের ক্ষেত্রে এই বর্ধিত দাম প্রযোজ্য হবে না। আপাতত আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১১ ও আইফোন ১০-এর ব্যাটারি পাল্টানোর খরচ ৬৯ ডলার।
আগামী মার্চ থেকে এই খরচ বেড়ে দাঁড়াবে ৮৯ ডলারে। অ্যাপলের সার্ভিস সেন্টার জিনিয়াস বার বা অ্যাপলের অনুমোদিত দোকানে এই দাম কার্যকর হবে ১ মার্চ থেকে।
২০১৮ সালে ব্যাটারি পরিবর্তনের খরচ কমিয়েছিল অ্যাপল। তখন ২৯ ডলারেই পুরনো ব্যাটারি বদলে ফেলা যেত। তবে এই সাশ্রয়ী দাম নির্ধারণে অ্যাপল বাধ্য হয়েছিল গুরুতর এক অভিযোগের কারণে। পুরনো ফোনের গতি কমিয়ে দেয়ার অভিযোগ ওঠায় ব্যাটারি পরিবর্তনের খরচ কমিয়েছিল অ্যাপল। এরপর ২০১৯ সালে খরচ বাড়িয়ে ৬৯ ডলার করা হয়।
এএইচ