ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৯ চৈত্র ১৪২৯ | ২ রমজান ১৪৪৪

এশিয়ার সর্ববৃহৎ ‘বর্জ্যদানব’ কক্সবাজার সমুদ্র সৈকতে!

এশিয়ার সর্ববৃহৎ ‘বর্জ্যদানব’ কক্সবাজার সমুদ্র সৈকতে!

ছবি: গ্লোবাল টিভি

রহিদুল কবির, কক্সবাজার: সৈকতের বালিয়াড়ি ভেদ করে দাঁড়িয়ে আছে বিশাল এক দানব। তবে এটি প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরী।কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে তৈরী করা হয়েছে এই প্লাস্টিক দানব। যেখানে ব্যবহার করা হয়েছে প্রায় ০৪ টন বর্জ্য। এই প্লাস্টিক দৈত্ব্য দেখতে সৈকত পাড়ে ভীড় করছে পর্যটকরা। 

এই দানবে ব্যবহার করা বর্জ্য গুলো সংগ্রহ করা হয়েছে সেন্টমার্টিন ও টেকনাফ থেকে। প্রায় ০৭ দিনের প্রচেষ্টায় তৈরী করা দানবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বৃহস্পতিবার। যার উচ্চতা প্রায় ৪২ ফুট।  এটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরী দানব; এমনটাই দাবী বিদ্যানন্দের সেচ্ছাসেবক আকরাম হোসেনের।

সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা তৈরী ও প্লাস্টিকের ক্ষতিকারক দিকটি তুলে ধরার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকদের প্রদর্শনের জন্য সৈকত পাড়ে রাখা হবে এই দানবটি।

এএইচ