ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

তিন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস

ছবি: সংগৃহীত

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস
আজ ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’। ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে দিনটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।  

তথ্য-প্রযুক্তি বিভাগ সূত্র জানায়, আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবসের মূল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীমূল অনুষ্ঠান থেকে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ‘জয় সিলিকন টাওয়ার’, ‘বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম’ ও ‘সিনেপ্লেক্স’ এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করবেন। পাশাপাশি ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূলনীতি : প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ শীর্ষক প্রকাশনারও মোড়ক উন্মোচন করবেন। এ ছাড়া তিনি অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এএইচ