ছবি: গ্লোবাল টিভি
ফিরোজ শাহ, জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর জামালপুর জিলা স্কুল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে পুনরায় এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভপাতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি প্রমুখ।
এএইচ