ছবি: সংগৃহীত
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেয়া সব ছাত্র গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওই গ্রুপের শুধু ছাত্রীরা পাস করেছে। অথচ গণিতে ফেল করা বেশিরভাগ ছাত্র অন্য বিষয়ে এ+ পেয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী তিন জন ও ছাত্র ১৩ জন। পরীক্ষায় গণিতে ওই তিন ছাত্রী পাস করলেও ১৩ জন ছাত্রের সবাই ফেল করেছে। অথচ ১৩ জন ছাত্রের অনেকেই অন্য সব বিষয়ে এ+ পেয়েছে।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠর প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। ১৩ জন ছেলে শিক্ষার্থীর সবাই ফেল করার কথা নয়। এটা সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কোথাও ভুল হতে পারে। কেন্দ্রসচিবের সাথে যোগাযোগ করে পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হবে।
এএইচ