ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

জাপানকে হারিয়ে হিসাব পাল্টে দিলো কোস্টারিকা

জাপানকে হারিয়ে হিসাব পাল্টে দিলো কোস্টারিকা

ছবি: সংগৃহীত

স্পেনের কাছে গোলে গোলে নাস্তানাবুদ হওয়া সেই কোস্টারিকাই ১-০ গোলে হারিয়ে দিয়েছে এশিয়ার শক্তি জাপানকে।
এই জাপানই এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে।

রবিবারও তারাই ছিল ফেভারিট। কিন্তু হিসাব উল্টে দিয়েছেন কোস্টারিকার কেইশের ফুলার। ৮১ মিনিটে দলকে জয় এনে দেয়া গোলটি করেছেন তিনিই। 

স্প্যানিশদের কাছে ৭ গোল হজমের পর সেই গোলরক্ষক নাভাসও এই ম্যাচে এমনভাবে ঘুরে দাঁড়াবেন ভাবা যায়নি। বিরতির পরপরই বক্সের ওপর থেকে নেয়া হিদেমাসা মরিতার শট চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন তিনি। ৮১ মিনিটে ফুলারের প্রায় একই রকম শটেই যে অন্য পোস্টে হার মেনেছেন জাপানের গোলরক্ষক সুইচি গোন্ডা। 

এএইচ