ফাইল ছবি
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (৩০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এস আই) নিহত হয়েছেন।
নিহত সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরা থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৯ টায় সবুজ শিবপুরের বড়ইতলা এলাকা থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। কারারচরের মদিনা ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএইচ