ছবি: গ্লোবাল টিভি
মজিবর রহমান নাহিদ, বরিশাল: বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলায় গৃহবধূর স্বামী দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুর বেগমকে হেফাজতে নেয়া হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, গৃহবধূ মারুফা বেগমকে হত্যার অভিযোগ এনে তার বাবা মো. আইউব আলী বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে গত রবিবার রাতে গৃহবধু মারুফাকে কুপিয়ে হত্যার পাশাপাশি বিএনপি নেতা মিলনকেও কুপিয়ে যখম করে অজ্ঞাত কিছু ব্যক্তি।
এএইচ