ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম,দিনাজপুর: দিনাজপুর সদরের শেখপুরায় ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর)সকালে ধানক্ষেত থেকে এই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত গোলাম মাওলা শাহ বলেন, খবর পেয়ে শেখপুরা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের ধানক্ষেত অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিটি মানসিক রোগে আক্রান্ত।
মরদেহ উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
এএইচ