ছবি: সংগৃহীত
প্রখ্যাত শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই। রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
তাঁর ছেলে ডা. তানভীর ইমাম জানান, আজ মঙ্গলবার সকালে চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে বাদ জোহর দাফন করা হবে।
আলী ইমাম দীর্ঘদিন ধরে পক্ষাঘাত, নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপে ভুগছিলেন।
১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর জন্ম। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর তিনি ইউনিসেফের ‘মা ও শিশুর উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প’ পরিচালক ছিলেন।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমির অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হন।
এএইচ