ফাইল ছবি
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা ২০ পয়সা। প্রতি ইউনিটে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা। নতুন দাম আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহাম্মদ বজলুর রহমান, মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মো. কামরুজ্জামান।
বিইআরসির চেয়ারম্যান বলেন, পাইকারিতে দাম বাড়ানো হলেও পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যহারটি অপরিবর্তিত থাকবে।
এদিকে পাইকারিতে নতুন দাম বিবেচনায় নিয়ে বিতরণ কম্পানিগুলো বিইআরসির কাছে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিতে শুরু করেছে। তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে বিইআরসির পাইকারিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এএইচ