ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ১০ শাওয়াল ১৪৪৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৬৫.৫৯ শতাংশ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৬৫.৫৯ শতাংশ

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ। রবিবার রাতে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ ছাত্রী রয়েছে। একই সঙ্গে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। সব ফলাফল বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এএইচ