ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আদালত চত্ত্বর থেকে দীপন হত্যা মামলার দুই আসামি ছিনতাই

আদালত চত্ত্বর থেকে দীপন হত্যা মামলার দুই আসামি ছিনতাই

ফাইল ছবি

আদালতের সামনে থেকে ছিনিয়ে নযো হলো জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার দুই আসামিকে। ঢাকার একটি আদালতের সামনে থেকে দুর্বৃত্তরা।আজ রবিবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্যাস স্প্রে করে জেএমবির দুই সদস্যকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্বৃত্তদের ধরতে আমরা তাৎক্ষণিক চেষ্টা চালাই। কিন্তু ধরা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা চলছে। 

এদিকে, আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

এএইচ