ছবি: গ্লোবাল টিভি
আবু রায়হান সরকার, নোয়াখালী: নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে দীপ্ত টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম ভূঞা মানিক, সাইফুল্যাহ কামরুল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি এ.এস.এম.নাসিম শুভ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক।
আলোচনা শেষে কেক কেটে দীপ্ত টিভিকে শুভেচ্ছা জানান অতিথিরা।
এএইচ