ছবি: গ্লোবাল টিভি
সোহেল রানা বাবু, বাগেরহাট: এটি এন বাংলা ও এটি এন নিউজের বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু ও তার চাচাতো ভাই মোয়াজ্জেম শেখের মৎস্য ঘেরের গৈ ঘরে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টা থেকে ১০ টা ৩০ মিনিটের দিকে এই অগ্নি সংযোগ করা হয়েছে।
অগ্নি সংযোগে দুটি গৈ ঘর ভষ্মীভূত হয়। এসময়ে গৈ ঘরে থাকা স্যালো মেশিন, মাছ ধরা বিভিন্ন ধরনের জাল, নেট, বিছানাসহ অন্যান্য মালামাল পুড়ে বিনষ্ট হয়।
ঘের মালিক আমিরুল হক বাবু বলেন, রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে বাড়ীর কাছাকাছি আসলে দূর থেকে আমার মৎস্য ঘেরের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ছুটে যাই। কিন্তু তার আগেই সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়। আমাদের দুই ভাইয়ের গৈ ঘরে সংরক্ষিত স্যালো মেশিন, জাল,নেটসহ অন্যান্য মালামাল পুড়েছে, যার মূল্য অর্ধলক্ষাধিক টাকা হবে। পূর্ব শত্রুতার জের ধরে একটি বিশেষ মহল এই জঘন্য কাজটি ঘটিয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তের আলামত সংগ্রহ করেছে।
এএইচ