ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দিনাজপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী

দিনাজপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী

ছবি: গ্লোবাল টিভি

রাকিবুল ইসলাম, দিনাজপুর: বই পাঠ করে এর নির্যাস নিলে প্রকৃত জ্ঞান আহরণ সম্ভব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুম জুঁই । শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার সমপনী অনুষ্ঠানে তিনি বলেন, জগতে শিক্ষার আলো, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতি সবই জ্ঞানের প্রতীক বইয়ের মধ্যে নিহিত। আলোকিত জীবনের অন্যতম উপকরণ হচ্ছে বই।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হেসেন বাবলু।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলা আয়োজন করা হয় । এবারে জেলা পর্যায়ে বই মেলায় ঠাঁই পেয়েছে একুশে বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের বই  ।

 
এএইচ