ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এনজিওর মালিক আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এনজিওর মালিক আটক

ছবি: গ্লোবাল টিভি

মোঃ ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চৌডালা ব্রীজ এলাকা থেকে অস্ত্রসহ এনজিওর মালিক মাসুদ রানাকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে থেকে একটি অবৈধ অস্ত্র, চার রাউন্ডগুলিসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মাসুদ রানা (৩৫) মধুমতি এনজিওর মালিক।

গোমস্তাপুর থানার সেকেন্ট অফিসার এসআই শাহরিয়ার পারভেজ জানান, সকালে গোমস্তাপুর চৌডালা ব্রীজ এলাকায় অভিযান যায় গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় একটি মটরসাইকেলকে সন্দেহ হলে গতিরোধ করা হয়। পরে মটরসাইকেল ও চালকের শরীর তল্লাশি করে একটি অবৈধ অস্ত্র পাওয়া যায়। পরে অস্ত্র, চার রাউন্ড গুলি ও মরটসাইকেলসহ তাকে গোমস্তাপুর থানা নিয়ে আসা হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

এএইচ