ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): রাউজান প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।
সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সহসভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, লোকমান আনচারী, মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, রায়হানুল ইসলাম প্রমুখ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়। আগামী ২৬ নভেম্বর শনিবার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য ৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের রাউজান প্রতিনিধি প্রদীপ শীলকে আহবায়ক, গ্লোবাল টেলিভিশনের রাউজান প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।
এএইচ