ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৫

আজ রেল দিবস

আজ রেল দিবস

ফাইল ছবি

আজ রেল দিবস। ২০২০ সাল থেকে রেল দিবস পালন করছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালুর মধ্য দিয়ে দেশে রেল যোগাযোগ শুরু হয়। 

রেল দিবস উপলক্ষে আজ থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

রেলওয়ের টাস্কফোর্স কমিটি বিভিন্ন স্টেশন ও ট্রেন পরিদর্শন করবে। এ ছাড়া রেল দিবস উপলক্ষে স্টেশনগুলো ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিত করাসহ বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এএইচ