ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

গায়ক আকবর আর নেই

গায়ক আকবর আর নেই

ফাইল ছবি

‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর মারা গেছেন। আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে গায়কের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিকেল ৩টা ০৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক আকবর। কিডনি লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি অপারেশন করে পা কেটে ফেলা হয়েছিল তার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

অনেক দিন ধরেই চলছিল তাঁর চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর আগে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। 

হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে প্রথম দেশবাসীর নজর কাড়েন আকবর। এরপর তার গাওয়া ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও দেশ-বিদেশে জনপ্রিয়তা পায়। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। তার জন্ম খুলনার পাইকগাছায়। তবে বেড়ে উঠেছেন যশোরে।

বর্তমানে তার মরদেহ রাজাধানীর পিজি হাসপাতালে রয়েছে। সেখান থেকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যাওয়া তবে।

এএইচ