ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ১০ শাওয়াল ১৪৪৫

বেনাপোলে মরা গরুর মাংশ বিক্রি: জেল-জরিমানা

বেনাপোলে মরা গরুর মাংশ বিক্রি: জেল-জরিমানা

ছবি: গ্লোবাল টিভি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলে মরা গরুর মাংশ বিক্রির দায়ে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে মরা গরুর মাংশ বিক্রির সময় এক বিক্রেতাকে এক মাসের জেলসহ দুই জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

জানা যায়, বেনাপোল বাজারের মাংশ বিক্রেতা মানিক কসায় ও তার ভাই আলম দীর্ঘদিন যাবত রুগ্ণ ও মরা গরুর মাংশ ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলো। একই ভাবে লোভের বসবতি হয়ে আজও একটি মারা গুরুর মাংশ বিক্রি করছিলো, এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরা গরুর মাংশ বিক্রির দায়ে কসাই আলমকে ১০০০০ টাকা এবং মানিককে ১০০০০টাকা জরিমানাসহ ১ মাসের জেল প্রদান করেন।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, এমন ঘটনা নতুন নয়, বেনাপোলে এই প্রথম অভিযান পরিচালনা করা হয়েছে । 

এএইচ