ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

শিবচরে চুরি-ডাকাতির ঘটনায় অতিষ্ঠ জনজীবন

শিবচরে চুরি-ডাকাতির ঘটনায় অতিষ্ঠ জনজীবন

ছবি: গ্লোবাল টিভি

এমএ কাইয়ুম, মাদারীপুরঃ  মাদারীপুরের শিবচরে চুরি, ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।  বৃহস্পতিবার রাত ২টা থেকে রাত ৩টা পর্যন্ত মাদবরের চর ইউনিয়ন পরিষদের মোল্লার বাজার নামক স্থানে সিয়াম অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। মালিক রব মৃধার অটো গ্যারেজে ২ জন নৈশপ্রহরীকে হাত-পা, ও মুখ বেঁধে ৬/৭ সদস্যের ডাকাত দল ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটায়।   

গেলো ৩/৪ মাস যাবত লঞ্চ, স্পীড বোট ও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার শ্রমজীবী  মানুষ বেকার হয়ে যায়। এর পর থেকেই  বেড়েছে  চুরি, ছিনতাই ও ডাকাতি। প্রায় প্রতি রাতেই  ঘটছে এসব ঘটনা। ৯৯৯-এ ফোন দিলে ভোর ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই সোহেলের  নেতৃত্বে এক দল পুলিশ সদস্য। 

মোঃ আলী আকবরের অটো গাড়ী ১টা, হান্নাসেন অটো গাড়ী ১টা, সিরু মিয়ার অটো গাড়ী ১টা, মোঃ শাহিনের অটো গাড়ী  ১টাসহ মোট ৪ জনের অটো ৪টা চুরি হয়েছে। ব্যাটারী চুরি হয়েছে নুর আলমের ৪টা, শাহ আলমের ৪টা। মালামাল ভাংচুর করে সিসি ক্যামেরা, মনিটর,যন্ত্রপাতিসহ এল ইডি টিভিসহ মোট ৯ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের মামামাল ডাকাতরা নিয়ে যায়। 

এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু  জানি না। 
তবে ভুক্তভোগীরা বলছেন, তারা এ বিষয়ে থানায় মামলা করবেন।

এএইচ