ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ফাইনালে পাকিস্তান: আজ ভারত-ইংল্যান্ড ভাগ্য নির্ধারণ

ফাইনালে পাকিস্তান: আজ ভারত-ইংল্যান্ড ভাগ্য নির্ধারণ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার আরেক দেশ ভারত। বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেডে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করেছিলো ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে শেষটাও হবে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল দিয়েই।

ভারতের সম্ভাব্য একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শ্বদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড/ডেভিড উইলি।

সূত্র : ক্রিকবাজ।

এএইচ