ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ স্লোগানে দিনাজপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (৮ নভেম্বর)সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।
আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মতিউর রহমানের সভপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম খান, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মোঃ সাজিউল ইসলাম সাজু, জিএন ভট্টাচার্য, মোঃ সিদ্দিকুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ নুরুজ্জামান, মোঃ মইনুল হোসেন, মোছাঃ সুফিয়া খাতুন প্রমুখ।
১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যাত্রা শুরু করে ।
এএইচ